গাজায় চলমান যুদ্বে নিজ দেশের প্রেসিডেন্ট এবং ওয়াশিংটনের নেয়া পদক্ষেপের তীব্র আপত্তি ও ঘৃণা জানিয়ে পদত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে বিভাগটি বিদেশে অস্ত্র পাঠানোর বিষয়ে কাজ করে, পদত্যাগকৃত ওই কর্মকর্তা সেই বিভাগেই কাজ করতেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
জোশ পল বলেন, ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি তিনি আর সমর্থন করতে পারবেন না। এছাড়া চলমান গাজা সংঘাতে বাইডেন প্রশাসন যেভাবে এগিয়ে গেছে সেটিকে ‘বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব’-এর ওপর ভিত্তি করে ‘আবেগপ্রবণ সিদ্বান্ত’ বলেও অভিহিত করেছেন তিনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলার প্রতিবাদে এমন হামলা চলমান রেখেছে ইসরায়েল। নির্বিচারে চালানো এই বর্রর হামলায় প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ। হামাস নির্মূলে চালানো এই হামলায় মানা হচ্ছে না যুদ্ধ সম্পর্কিত কোন নীতিমালা।
নিজেদের ঘনিষ্ট মিত্র ইসরায়েলের হামলাকে সমর্থন জানিয়ে সেখানে অস্ত্র সহায়তার পাশাপাশি দুটি বিমানবাহী রণতরীও পাঠিয়েছে ভূমধ্যসাগরে। একিসাথে হামাসকে জঙ্গি সংগঠন হিসেবে উপাধি দিয়েছে ওয়াশিংটন।সেখানে বন্ধ করে দেয়া হয়েছে পানি-জ্বালানি-খাবার সরবরাহ। অবরোধ ও হামলায় সরাসরি ভুক্তভোগী হচ্ছেন গাজায় বসবাসকারী লাখ লাখ নারী-শিশু-বৃদ্ধরা।
মার্কিন ওই কর্মকর্তার নাম জোশ পল যিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোতে কংগ্রেসনাল এবং পাবলিক অ্যাফেয়ার্সের পরিচালক ছিলেন। পররাষ্ট্র দপ্তরের এই বিভাগটি বিদেশে অস্ত্র স্থানান্তর ও সরবরাহের কাজ পরিচালনা করে থাকে। পরিচালক হিসেবে এক দশকের বেশি সময় কাটিয়েছেন। পররাষ্ট্রনীতির প্রতি আপত্তি জানিয়ে এমন পদত্যাগের ঘটনা খুবই বিরল।
একুশে সংবাদ/এম/এসআর
আপনার মতামত লিখুন :