একটি নয়, দুটি নয়, সৌদি আরবের এক ব্যক্তি দাবি করেছেন, তিনি ৪২ জন নারীকে বিয়ে করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ার তোপের মুখে পড়েছেন ওই ব্যক্তি।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদির ওই নাগরিক ৪২ জন নারীকে বিয়ের কথা জানালেও কোন স্ত্রীকে তিনি বেশি ভালোবাসেন তা নিয়ে কিছু বলেননি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিওতে ওই ব্যক্তি বলতে শোনা যায়, `আমি ৪২টি বিয়ে করেছি। আমার সব স্ত্রী সম্ভ্রান্ত পরিবারের। তবে কাকে বেশি ভালোবাসি সেটি বলবো না।`
এ পোস্টের কমেন্টে একজন লেখেন, নারীরা খেলনা নয়। আপনি চাইলেই তাদের প্রতিদিন বিয়ে বা ডিভোর্স দিতে পারেন না।
ইসলাম ধর্মে চারটি বিয়ে করা বৈধ, তবে এ ক্ষেত্রে একজন ব্যক্তিকে সব স্ত্রীর সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে। এটি না পারলে একজন ব্যক্তিকে একটি বিয়ে করতে হবে।
গত বছর ৫৩ বছর বয়সী সৌদির আরেক ব্যক্তি জানিয়েছিলেন, মানসিক শান্তির জন্য তিনি ৫৩টি বিয়ে করেছেন।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :