AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্ষেপেছে তেল আবিব


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৫৬ পিএম, ২৫ অক্টোবর, ২০২৩
ক্ষেপেছে তেল আবিব

ইসরাইলের বিরুদ্ধে হামাসের গত ৭ অক্টোবরের অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যে বক্তব্য দিয়েছেন তাতে বেজায় ক্ষেপেছে তেল আবিব। জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ ইরডান বলেছেন, জাতিসংঘের কর্মকর্তাদের আর কখনও ইসরাইলের ভিসা দেয়া হবে না।

ইরডান ইহুদিবাদী সরকারের আর্মি রেডিওকে বলেছেন, গুতেরেসের বক্তব্যের কারণে জাতিসংঘের প্রতিনিধিদেরকে আমরা ভিসা দিতে অস্বীকৃতি জানাব।

তিনি আরো বলেন, আমরা এরইমধ্যে জাতিসংঘ মহাসচিবের মানবিক ত্রাণ বিষয়ক জাতিসংঘের সহকারী মহাসচিব মার্টিন গ্রিফিতসকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছি।

ইসরাইলি রাষ্ট্রদূত অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ কণ্ঠে বলেন, তাদেরকে

উচিত শিক্ষা দেয়ার সময় এসে গেছে।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, ইসরাইলে হামাসের হামলা বিনা কারণে হয়নি। দীর্ঘদিন ধরে গাজাবাসীকে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার কারণেই হামাস এ হামলা চালিয়েছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, এটি স্বীকার করে নিতে হবে ইসরাইলে হামাসের হামলা এমনিতেই হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার হয়েছে। তারা তাদের ভূখণ্ড

বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত হতে দেখেছে। তাদের অর্থনীতির গলা টিপে রাখা হয়েছে। এই মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে। তাদের দুর্দশার রাজনৈতিক সমাধানের আশা ধূলিসাৎ হয়ে গেছে।

গুতেরেসের এই নজিরবিহীন অকপট স্বীকারোক্তির পর জাতিসংঘের মহাসচিব পদ থেকে তাকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে তেল আবিব।


একুশে সংবাদ/এসআর

Link copied!