AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হঠাৎ কি হলো রাশিয়ার? একযোগে চালালো সকল পারমাণবিক অস্ত্রের মহড়া


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:২৭ পিএম, ২৬ অক্টোবর, ২০২৩
হঠাৎ কি হলো রাশিয়ার? একযোগে চালালো সকল পারমাণবিক অস্ত্রের মহড়া

হঠাৎ কি হলো রাশিয়ার? একযোগে চালালো নিজেদের সকল পরমাণু অস্ত্রের পরীক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেন সাথে চলমান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে হুশিয়ারি দিতেই রাশিয়ার এমন পরীক্ষা নিরিক্ষা । কেউ কেউ বলছেন, ইউক্রেনে পরমাণু হামলার পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এ ধরনের মহড়া চালাতে পারে রাশিয়া।  

ক্রেমলিন বলছে, বড় পরিসরে তাদের পারমাণবিক অস্ত্রের এ মহড়াকে নিজেদের পরমাণু বাহিনীর ‘বিশেষ পরীক্ষা’হিসেবে।

বুধবার (২৫ অক্টোবর) স্মরণকালের সবচেয়ে বড় পরমাণু অস্ত্রের সফল পরীক্ষা চালায় রাশিয়া। এক বিবৃতিতে ক্রেমলিন জানায় , পরমাণু অস্ত্রবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। একযোগে উৎক্ষেপণ করা হয় পারমাণবিক সব ক্ষেপণাস্ত্র।

রাশিয়া এমন সময় পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালো, যখন ইউক্রেন যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি- সিটিবিটি সম্প্রতি স্থগিতের ঘোষণা দেয় মস্কো। এরপরই একের পর এক পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে পুতিন বাহিনী।

এতদিন ছোট পরিসরে পরীক্ষা চালালেও, বুধবার হঠাৎ করেই বড় আকারে নিজেদের কৌশলগত গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্রবাহী ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া।
 

একুশে সংবাদ/এম/এসআর

Link copied!