হামাস-ইসরায়েল চলমান সংঘর্ষে দিন দিন সম্পর্কে অবনতি হচ্ছে তেল আবিব ও তুরস্কের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে ‘যুদ্ধাপরাধী’ বলায় এবার তাকে ‘সাপ’ বলে কটাক্ষ করলেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। বললেন, ‘সাপ সাপই থাকে।’
হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘর্ষে নেতানিয়াহু প্রশাসনের কঠোর সমালোচনা করেন। এরদোয়ান বলেন , ‘প্রতিটি দেশের অধিকার রয়েছে আত্মরক্ষার। কিন্তু এখানে ন্যায় কোথায়? ইসরায়েল যুদ্ধাপরাধীর মতো আচরণ করছে। পশ্চিমী দেশগুলি ইউক্রেনের যুদ্ধে নিহতদের উদ্দেশে চোখের পানি ফেললেও গাজায় ফিলিস্তিনিদের বেলায় তারা চোখ বুজে রয়েছে। এই ধরনের দ্বিচারিতার বিরোধিতা করছি।’
তিনি হুঙ্কার দিয়ে আরোও বলেন, ‘আমরা সারা বিশ্বকে বলতে চাই, ইসরায়েল এক যুদ্ধাপরাধী। আমরা এর প্রস্তুতি নিচ্ছি। ওদের যুদ্ধাপরাধী বলে ঘোষণা করবই। গত ২২ দিন ধরে যুদ্ধাপরাধ করে চলেছে ইসরায়েল। অথচ পশ্চিমী নেতারা ওদের যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না।’ এ পরিস্থিতিতে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত জিলাদ এরদান এরদোগান সম্পর্কে বলতে গিয়ে জানাচ্ছেন, ‘সাপ সাপই থাকে। এরদোগান নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছেন। কিন্তু সেমিটিক বিরোধী রয়েই গিয়েছেন।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের রকেট হামলা চালায় ইসরায়েলে। সেই সঙ্গে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পরে বহু ইসরায়লিকে বন্দিও করে তারা এখনও পর্যন্ত ইসরায়েলের বিমান হামলায় গাজা ভূখণ্ডে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, যাদের মধ্যে অর্ধেকই শিশু।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :