AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলকে সতর্ক করলো সৌদি আরব


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৪৯ পিএম, ২৯ অক্টোবর, ২০২৩
ইসরায়েলকে সতর্ক করলো সৌদি আরব

গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো স্থল অভিযানের বিষয়ে সতর্ক করেছে সৌদ আরব। বেসামরিক ফিলিস্তিনিদের জীবনকে হুমকির মুখে রেখে চালানো এ অভিযানকে আন্তর্জাতিক আইনের ‘অযৌক্তিক লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে দেশটি। খবর আরব নিউজ

 

গত শুক্রবার রাতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, টানা দুই রাত ট্যাংক নিয়ে অভিযান চালানোর পর ইসরায়েলি বাহিনী স্থল অভিযানের আওতা বাড়াচ্ছে। তার এ ঘোষণার পরই ইসরায়েলকে সতর্ক করলো সৌদি আরব।

 

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য হুমকি তৈরি করে। তাই ইসরায়েলের চালানো যেকোনো ধরনের স্থল অভিযানের নিন্দা জানাচ্ছে সৌদি আরব। 

 

বিবৃতিতে বলা হয়, ‘অবিলম্বে এ সামরিক অভিযান বন্ধ এবং ত্রাণ সংস্থাগুলো যেন বেসামরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে পারে, তা নিশ্চিতে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে সৌদি আরব। ’

 

গতকাল শনিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান জর্ডান, মরক্কো ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

 

এদিকে হামাসকে নিশ্চিহ্ন করতে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। বিশ্ব যোগাযোগ ব্যবস্থা থেকেও গাজাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। 

 

একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা

Link copied!