AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করেন না ব্রাজিলের প্রেসিডেন্ট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১২ পিএম, ৩০ অক্টোবর, ২০২৩
হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে না বলে জানিয়েছেন ব্রাজিলে প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। গত শনিবার প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেই কেবল সন্ত্রাসী মনে করে ব্রাজিল। কিন্তু হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি নিরাপত্তা পরিষদ।

লুলা বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর উচিত যুদ্ধ বন্ধ করা। কারণ গাজায় শুধু হামাস যোদ্ধারা থাকেন না, নারী-শিশুরাও থাকেন। এই যুদ্ধে তারা সবচেয়ে বেশি ভুক্তভোগী।

ব্রাজিলের এই সরকার বলেন, আমি শান্তির পক্ষে কথা বলে যাব। শক্তিশালী বোমা দিয়ে মানুষ যা করতে পারে, তার চেয়ে কার্যকরভাবে প্রতিপক্ষকে পরাজিত করার সামর্থ্য রাখে সংলাপের শক্তি। এখন প্রয়োজন সংলাপের শক্তি দিয়ে গুলির শক্তিকে পরাভূত করা।

কিছুদিন আগে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেও অভিহিত করেন বামপন্থী এই প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘গাজায় যা হচ্ছে এটা যুদ্ধ নয়। এটা হলো গণহত্যা, যাতে প্রায় দুই হাজার শিশু নিহত হয়েছে। এই যুদ্ধে তাদের কোনো ভূমিকা নেই, তারা যুদ্ধের ভুক্তভোগী।’

আলোচনায় তিনি গাজা থেকে ব্রাজিলীয়দের সরিয়ে আনার বিষয়েও কথা বলেন। লুলা বলেন, আমরা একজন ব্রাজিলীয়কেও গাজায় পড়ে থাকতে দেব না। আমরা তাদের প্রত্যেককে সরিয়ে আনার চেষ্টা করব। কারণ এটা ব্রাজিল সরকারের দায়িত্ব। সূত্র: মিডল ইস্ট মনিটর


একুশে সংবাদ/এসআর

Link copied!