কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয়ের পরিবারের সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে গত বৃহস্পতিবার কাতারের ফার্স্ট ইনস্ট্যান্স আদালত আট সাবেক ভারতীয় নৌবাহিনীর কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে।
সোমবার জয়শঙ্কর পরিবারের সদস্যদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, সরকার ভারতীয়দের মুক্তির জন্য সমস্ত প্রচেষ্টা করবে।
ভারত এই রায়কে ‘গভীরভাবে’ মর্মান্তিক বলে বর্ণনা করেছে এবং সমস্ত আইনি বিকল্প অন্বেষণ করার প্রতিশ্রুতি দিয়েছে। জয়শঙ্কর এক্স-এ জানান-ভারত সরকার কাতারে আটক ৮ ভারতীয়র মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।
পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের উদ্বেগ এবং বেদনা ভাগ করে নেন বিদেশমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, সরকার তাদের মুক্তি নিশ্চিত করার জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাবে। পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করা হবে। প্রাইভেট কোম্পানি আল দাহরার সাথে কাজ করা ভারতীয় নাগরিকদের গত বছরের আগস্টে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেছে। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণ দিত। এদের মধ্যে কয়েকজন অত্যন্ত গোপনীয় কিছু ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আর সেই সুযোগে চরবৃত্তি করতেন বলে অভিযোগ। খবর পেয়ে একেবারে স্তম্ভিত হয়ে যায় বিদেশমন্ত্রক।
তখনই জানানো হয়, তাদের সুরক্ষায় সবরকম ব্যবস্থা নেবে কেন্দ্র। কাতারি কর্তৃপক্ষ বা নয়াদিল্লি কেউই ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আনেনি। গত ১ বছর ধরে কাতারের জেলে বন্দি এই ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা । আগেও একাধিক বার তাদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। সূত্র : ট্রিবিউন ইন্ডিয়া
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :