জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফী যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
স্থানীয় সময় বুধবার (১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নে তিনি এ কথা জানান।
বিএনপি নেতাদের প্রতারণামূলক কর্মকাণ্ড মার্কিন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। মিয়া আরেফি সাহেব এবং বিএনপি নেতৃত্বের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আপনারা কি কোনও ব্যবস্থা নেবেন? সাংবাদিকের করা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই বিষয়ে আলাদা করে কোনও মন্তব্য নেই। ঢাকার মার্কিন দূতাবাস এই বিষয়ে যা বলেছে তা পুনর্ব্যক্ত করা ছাড়া এই ব্যক্তির কর্মকাণ্ডের বিষয়ে আমার আলাদা কোনও মন্তব্য নেই। তিনি (মিয়া আরেফি) যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করেন না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সহিংসতা বন্ধ করে আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নিতে আহ্বান জানাবেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগে এ বিষয়ে আবারও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে রাজনৈতিক দল, ভোটার, সরকার ও নিরাপত্তা বাহিনীসহ সবার দায়িত্ব রয়েছে।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :