ইসরায়েলের সামিরক বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় শহরে হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই হচ্ছে তাদের। ওই এলাকার বেসামরিক ব্যক্তিদের দক্ষিণের দিকে সরে যেতে বলা হয়েছে।
এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, অবরুদ্ধ গাজার চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। যে কোনো সময় শুরু হবে স্থল অভিযান।
ইসরায়েলের এমন ঘোষণার পর পাল্টা ঘোষণা দিল হামাস যোদ্ধারা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, স্থলযুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে ভরে ফেরত পাঠানো হবে। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গাজা সিটি চতুর্দিক থেকে ঘিরে ফেলার দাবি করে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘আমাদের সেনারা হামাসের কেন্দ্রীয় আস্তানা গাজা সিটি পুরোপুরি ঘিরে ফেলেছে।’
এদিকে হামাসের সামরিক উইং আল কাসেমের মুখপাত্র আবু ওবায়দা বলেন, ‘গাজা ইসরায়েলের ইতিহাসের জন্য অভিশাপ হয়ে থাকবে। ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে ভরে ফেরত পাঠানো হবে।’
ইসরায়েল জানিয়েছে, গাজায় স্থল অভিযান সম্প্রসারিত করার পর থেকে ইসরায়েল বাহিনীর ১৮জন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আজ শুক্রবার পর্যন্ত ইসরায়েলি হামলায় ৯ হাজার ৬১জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলি নিহত হয়েছেন ১ হাজার ৪০০জন।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :