গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ল্যাটিন আমেরিকার দেশ হন্ডুরাস। গাজায় ইসরায়েল ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করার কারণে এ পদক্ষেপ নিয়েছে হন্ডুরাস। খবর আরব নিউজ।
হন্ডুরাসের পররাষ্ট্রমন্ত্রী এডুয়ার্ডো এনরিকো রেইনা এক্স পোস্টে জানান, প্রেসিডেন্ট জিয়ামারা কাস্ত্রো দ্রুতই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া দেশটি তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়ে আসার কথা জানিয়েছে।
ল্যাটিন আমেরিকার দেশ হন্ডুরাসে বামপন্থি সরকার ক্ষমতায় থেকেও গাজায় ইসরায়েলি হামলার বিরোধীতা করে।
এদিকে গত মঙ্গলবার ইসরায়েল সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়ার সরকার। তারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধীর অভিযোগ এনে সম্পর্ক ছিন্ন করে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে চিলি ও কলম্বিয়া।
গত প্রায় এক মাস ধরে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে দেশটিতে ৯ হাজার ২২৭ জন নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রণালয়।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :