গত কয়েকদিন ধরে ভারতের রাজধানী নয়াদিল্লির বায়ু দূষণ ভয়ানক মাত্রায় রয়েছে। রোববার বিশ্বের সর্বাধিক দূষিত শহরগুলোর তালিকায় প্রথম স্থানেই রয়েছে দিল্লি। তবে শুধু দিল্লি নয়, দূষণের তালিকায় শুরুর দিকে রয়েছে দেশটির কলকাতা ও মুম্বাইয়ের নামও।
সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা সংস্থা আইকিউএয়ার জানায়, আজ ৫ নভেম্বর বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি। সেখানে বাতাসের গুণমান ৪৮৩। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের গুণমান ৩৭১। এরপরই তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম। কলকাতার বাতাসের গুণমান ২০৬। চতুর্থ স্থানে রয়েছে ঢাকা, বাতাসের গুণমান ১৮৯। পঞ্চম স্থানে করাচি। সেখানে বাতাসের গুণমান ১৬২। ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বাই, বাতাসের গুণমান ১৬২। তালিকায় এরপর রয়েছে চীনের বেশ কয়েকটি শহর।
প্রতি বছর শীতের শুরু থেকেই দূষিত হয়ে উঠতে শুরু করে দিল্লির বাতাস। মূলত পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানা, উত্তর প্রদেশ ও পাঞ্জাবে কৃষিজমিতে খড়কুটো পোড়ানোর কারণে দূষণ ছড়ায়। সেইসঙ্গে গাড়ি ও নির্মাণ প্রকল্পের দূষণ তো রয়েইছে। কম তাপমাত্রা ও বাতাসের গতির অভাবে দ্রুত বায়ু দূষণ বাড়ে। এ ছাড়া উৎসবের সময় পটকা ও বাজি ফোটানোয় বায়ুর অবস্থা আরও খারাপ হয়ে যায়।
এদিকে দূষণ বাড়লেই পাল্লা দিয়ে বাড়ে অসুস্থতাও। প্রতি বছরের মতো এ বছরও দিল্লিতে চরম বায়ু দূষণের কারণে বাড়ির বাইরে বের হলেই চোখে জ্বালা-পোড়া, গলাসহ শরীরের নানা স্থানে চুলকানি, শ্বাসকষ্ট ও হাঁপানির মতো সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। এমন অবস্থায় সকলকে মাস্ক পরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :