অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত ৩১ দিনে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।
সোমবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১০ হাজার ২২ জানে দাঁড়িয়েছে।
গাজা শাসনকারী গোষ্ঠী হামাস ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলার পর শুরু হওয়া ইসরায়েলি বোমা হামলায় ৪ হাজার ১০৪ শিশুও নিহত হয়েছে।
সোমবার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, রোববার রাতভর ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় উপত্যকায় নতুন করে ২০০ মানুষ নিহত হয়েছেন।
চার সপ্তাহের বেশি সময় চলমান এই যুদ্ধের অবসানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থা আহ্বান জানালেও তাতে কর্ণপাত করছে না ইসরায়েল। গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলের প্রধান লক্ষ্য উপত্যকা থেকে হামাসকে নির্মুল করা বলে ঘোষণা দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান এই যুদ্ধে ইসরায়েলে অন্তত ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
একুশে সংবাদ/ন.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :