দশ দিন ধরে জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ। তাদের পরিচালিত জরিপে ওঠে এসেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়ের দৌড়ে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক এগিয়ে রয়েছেন।
বিভিন্ন অঙ্গরাজ্যে চালানো জরিপে দেখা গেছে ট্রাম্প ৪৪ থেকে ৪৮ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। জনপ্রিয়তার এই ধারা ২০২৪ সালের নির্বাচনে অব্যাহত থাকলে হোয়াইট হাউসে ফিরতে ২৭০ ইলেক্টরাল ভোটের যে বাধ্যবাধকতা রয়েছে তা থেকে আরও বেশি তিন শতাধিক ইলেক্টরাল ভোট পেয়ে যাবেন ট্রাম্প।
দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতা ও শান্তির জন্য বাইডেনের চেয়ে ট্রাম্পের ওপরই বেশি ভরসা রেখেছেন তিন হাজার ৬৬২ নিবন্ধিত ভোটার। ২২ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে এই জরিপ চালানো হয়।
তাদের অনেকে মত দিয়েছেন, গত তিন বছরে বাইডেনের অনেক নীতি-কর্মসূচি জনগণকে আঘাত করেছে, জনমনে দেখা গেছে অসন্তোষ। জরিপে দুজনই অজনপ্রিয় প্রার্থী হিসেবে পরিচিতি পান। তবে বর্তমান প্রেসিডেন্টের কর্মসূচিতে তারা মত দিয়েছেন দেশ এখন আর সঠিক পথে নেই।
৭১ শতাংশ মত দিয়েছেন ৮১ বছর বয়সী বাইডেন দেশ পরিচালনার জন্যে শারীরিকভাবে সামর্থ হারিয়েছেন। অন্যদিকে ৭৭ বয়সী ট্রাম্পের বিষয়ে ৩৯ শতাংশ একই মত দিয়েছেন। ইসরায়েল ও ইউক্রেনে সামরিক সহায়তা দেওয়ার পক্ষে মত দিয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক আমেরিকান।
জরিপে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফল নির্ধারণকারী ছয়টি গুরুত্বপূর্ণ সুইং স্টেটের- নেভাডা, জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং পেনসিলভানিয়া— ভোটাররা প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে এগিয়ে রাখছেন। এ অঙ্গরাজ্যগুলোতে কোনো দলেরই সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এগুলোকে সুইং স্টেট বলা হয়। স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) প্রকাশিত জরিপে দেখা যায়, ছয়টি সুইং স্টেটের পাঁচটিতেই বাইডেনকে পেছনে ফেলে দিয়েছেন ট্রাম্প। নেভাডা অঙ্গরাজ্যে প্রায় ১১ পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প। জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান ও পেনসিলভানিয়াতেও কম ব্যবধানে এগিয়ে আছেন তিনি। শুধু উইসকনসিনে মাত্র দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন।
জরিপে অংশগ্রহণকারী দুই–তৃতীয়াংশই মনে করেন, যুক্তরাষ্ট্র ভুল পথে এগোচ্ছে। জরিপে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ মনে করেন, বাইডেন প্রশাসনের নীতি তাদের ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি বাইডেনের অর্ধেক সমর্থকই তার নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। ৬২ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের বলিষ্টতা অনেক কম।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :