অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের সরকারি সাহায্য সংস্থা ইউএসএইড-এর এক হাজার কর্মী চিঠিতে সই করেছেন। সেই সঙ্গে তারা ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তার তীব্র সমালোচনার পাশাপাশি ওয়াশিংটনের যুদ্ধনীতির বিরুদ্ধে মত দেন।
চিঠিতে তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের জন্য মার্কিন সমর্থনের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করছেন। চিঠিটি গত সপ্তাহে ইউএসএইডের দেশীয় ও বিদেশি শাখায় পাঠানো হয়। স্থানীয় সময় বুধবার (৮ নভেম্বর) এক হাজার কর্মীর সাক্ষরিত চিঠিটি পায় সংস্থাটি। খবর আল জাজিরা।
চিঠিতে বলা হয়, `আমরা গাজায় জরুরি মানবিক সহায়তার আহ্বান জানাই। সংস্থাটি জরুরি সেবার পাশাপাশি যুদ্ধবিরতির জন্যে অক্লান্ত পরিশ্রম করছে, আমাদের মনে রাখতে হবে যে মানবিক সহায়তার প্রচেষ্টা এবং জীবন রক্ষাকারী সাহায্য থেকে যেনো মানুষ বঞ্চিত না হয়। ইসরায়েলের ক্রমবর্ধমান এবং নির্বিচারে বোমা হামলা এবং মার্কিন সমর্থন বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের বৈদেশিক উন্নয়ন এবং মানবিক সহায়তার তদারকিকে প্রশ্নবিদ্ধ করছে। গত ৩ নভেম্বর ফরেন পলিসি ম্যাগাজিন এবং ওয়াশিংটন পোস্টে প্রথম প্রকাশিত চিঠিতে, কর্মচারীরা আন্তর্জাতিক আইনের অসংখ্য লঙ্ঘন এবং গাজায় ক্রমবর্ধমান বেসামরিক মৃত্যুতে নিন্দা জানিয়েছেন।
এর আগে, গত ২০ অক্টোবর অস্কারবিজয়ী অভিনেতা জোয়াকুইন ফিনিক্স ও কমেডিয়ান জন স্টেওয়ার্টসহ ৬০ হলিউড তারকা লিখিত বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন।
তারা লিখেছেন, `পবিত্রভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে আপনার প্রশাসন ও সব বিশ্বনেতাদের অনুরোধ করছি। আর সময় নষ্ট না করে দ্রুত যুদ্ধবিরতির ব্যবস্থা করুন। গাজায় বোমাবর্ষণ বন্ধ করুন। বন্দিদের নিরাপদ মুক্তির ব্যবস্থা করুন।` এতে আরও লেখা হয়, `এ ঘটনায় আমরা নীরব ছিলাম- এমন বার্তা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই না।`
এদিকে, নিজ বাড়ি-ঘর ফেলে নিরাপদ আশ্রয়ের খোঁজে অবরুদ্ধ ও যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা ছেড়েছেন হাজারো ফিলিস্তিনি নাগরিক। এর মধ্যে উপত্যকাটির প্রাণকেন্দ্র গাজা সিটিকে ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। সেখানে উপত্যকাটির শাসকগোষ্ঠী ও সশস্ত্র হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষ চলছে। আর এই লড়াইয়ের মধ্যেই গাজা সিটি ছেড়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :