ক্রমাগত হামলার পর এবার ট্যাংক দিয়ে গাজার আল-শিফা হাসপাতাল ঘিরে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই হাসপাতালে হামাসের সদস্যরা লুকিয়ে আছে- এমন সন্দেহে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনারা।
হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া বলেন, হাসপাতালের কম্পাউন্ডের মধ্যে যে কোনো ব্যক্তি চলাচল করলেই হামলা চালাচ্ছে ইসরায়েলি স্নাইপাররা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এ ছাড়া হাসপাতালের অভ্যন্তরে জ্বালানি ফুরিয়ে গেছে। এতে অন্তত দুজন শিশু মারা গেছে এবং ৩৭ জন গুরুতর অবস্থায় রয়েছে। এর আগে ইসরায়েলি বিমান হামলায় মাহদি প্রসূতি হাসপাতালের দুই চিকিৎসক নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত তিন দিনে প্রায় ২ লাখ ফিলিস্তিনি উত্তর গাজা থেকে পালিয়ে গেছে।
এদিকে নিউইয়র্ক, প্যারিস, বাগদাদ, করাচি, বার্লিন এবং এডিনবার্গসহ বিশ্বের বিভিন্ন শহরে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মিছিল হয়েছে। ইসরায়েলিরা হামাসের হাতে বন্দিদের মুক্তির আহ্বান জানাতে তেল আবিবে হাজার হাজার মানুষ জড়ো হয়। ইসরায়েলি হামলার প্রতিবাদে লন্ডনে ৩ লাখ মানুষের বিক্ষোভ হয়েছে।
গত মাসের ৭ অক্টোবর থেকে গাজায়–ইসরায়েলি হামলায় অন্তত ১১ হাজার ৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ইসরায়েলের ১ হাজার ২০০ জনেরও বেশি নিহত হয়েছেন বলে সর্বশেষ সংশোধনীতে জানিয়েছে দেশটি।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :