এখন পর্যন্ত গাজায় ৬০টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনের স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াফার বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৭ অক্টোবর শুরু হওয়া হামলার পর থেকে হাসপাতাল, মসজিদসহ গাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে ইসরায়েল। সর্বশেষ উত্তর গাজার আল-সালাম মসজিদটি ধ্বংস করে ইসরায়েল।
জানা যায়, শহরের অধিকাংশ উপাসনালয় ধ্বংস হয়ে গেছে। যদিও ঐতিহাসিক স্থাপনা, উপাসনালয়, হাসপাতাল আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী যুদ্ধে হামলার আওতা মুক্ত থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ ইসরায়েল ঘনিষ্ঠ দেশগুলো এখনো হামাসকে দায়ী করে বলছে, হামাস সাধারণ মানুষকে ঢাল হিসবে ব্যবহার করছে।
ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে তেল আবিব। ফলে গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ১১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এরপরও উপত্যকাটিতে হামলার তীব্রতা কমাচ্ছে না ইসরায়েলি বাহিনী। গত কয়েক দিনে গাজার বিভিন্ন হাসপাতালেও নিশানা করছে তারা। এতে গাজার প্রধান দুটি হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছে। হাসপাতালের ইনসেন্টিভ কেয়ারে চিকিৎসারত শিশুরা সবচেয়ে বেশি হুমকিতে আছে। এখন পর্যন্ত দুটি শিশু চিকিৎসার অভাবে মারা গেছে।
তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর পক্ষ থেকে হামলা বন্ধের আহ্বান করা হলেও বৃহস্পতিবার নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, হামাস জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় কোনও যুদ্ধবিরতি দেওয়া হবে না।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :