ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়া ইসরায়েলের জন্য বড় ধরনের ভুল হবে বলে প্রথমবারের মতো মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর চলমান যুদ্ধের শুরু থেকে তেল আবিবের পক্ষে সর্বাত্মক সহায়তা ও সমর্থন দিয়ে আসলেও দেড় মাস পর সেই অবস্থান থেকে সরে যেতে শুরু করেছে ওয়াশিংটন।
বাইডেন আরও জানিয়েছেন, গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় ইসরায়েলি বাহিনীর অভিযানে সায় ছিল না ওয়াশিংটনের। খবর আল জাজিরা।
স্থানীয় সময় বুধবার (১৫ নভেম্বর) ওয়াশিংটনে আয়োজিত সংবাদ সম্মেলেন এমন সব জানিয়েছেন বাইডেন। সাংবাদিকদের তিনি বলেন, `ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আমি জানিয়েছি, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে কার্যকর উপায় হচ্ছে দ্বি-জাতি তত্ত্বের দাবিকে মেনে নেওয়া।`
জিম্মি উদ্ধার ইস্যুতে বাইডেন জানান, হামাসের হাতে জিম্মিদের উদ্ধারে আমি সব কিছু করতে পারি। তবে এর অর্থ এই নয় যে ইসরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা পাঠানো হবে।
এদিকে, গাজা যুদ্ধে ইসরায়েলের কঠোর সমালোচক চীনের সঙ্গে এবার বৈরিতাপূর্ণ সম্পর্কের অবসানের স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, নতুন বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্র ও চীনকে পরস্পরের জাতীয় স্বার্থে কোনো ধরনের সংঘাতে জড়ানো উচিত হবে না। স্থানীয় সময় বুধবার ( ১৫ নভেম্বর ) সান ফ্রান্সিসকোয় এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের সম্মেলনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার দীর্ঘ বৈরিতাপূর্ণ সম্পর্কের অবসান হওয়া জরুরি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামীতে ‘দায়িত্ববোধের’ সঙ্গে পরিচালিত হবে এই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :