AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজায় মসজিদে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৫০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৫৭ পিএম, ১৬ নভেম্বর, ২০২৩
গাজায় মসজিদে ইসরায়েলি বোমা হামলায় নিহত ৫০

গাজা উপত্যকার সাবরা এলাকার একটি মসজিদে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১২ জন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফার এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-সাবরাহ এলাকার একটি মসজিদে এ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৫০ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

বুধবার বিকেলে প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়, নামাজের সময় মসজিদে এ বোমা হামলা চালায় ইসরায়েল। আক্রমণের সময় মুসুল্লিতে পরিপূর্ণ ছিল মসজিদটি। 

এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে হামলা হয়েছে। এতে এক শিশু নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর  হামাসের অতর্কিত রকেট হামলায় ইসরায়েলের ১২শ লোক নিহত হন। এছাড়াও ওইদিন স্থল ও জলপথে ইসরাইলে ঢুকে ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। আর এ হামলার পাল্টা জবাবে ফিলিস্তিনের গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। একমাস পেরিয়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে তারা। 

সবশেষ পাওয়া তথ্যমতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত সাড়ে ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার হাজার ৭১০ জন শিশু এবং তিন হাজার ১৬০ জন নারী রয়েছেন। এছাড়া ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।

 


একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা

Link copied!