যুক্তরাষ্ট্রের ওহিওর বিভারক্রিকে ওয়ালমার্টের একটি স্টোরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (২০ নভেম্বর) ওহিওর বিভারক্রিকে ওয়ালমার্টের সুপারশপে এ ঘটনা ঘটে।
হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, আহত তিনজনকে স্থানীয় একটি ট্রমা সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এই মুহূর্তে ওই এলাকায় জনগণের জন্য আর কোনো হুমকি নেই।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে পুলিশ বলেছে, হামলার শিকার ভবনটি খালি ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে হতাহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, ওয়ালমার্টের স্টোরটি ঘিরে রেখেছে একাধিক পুলিশের গাড়ি।
প্রত্যক্ষদর্শী এক নারী সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, আমি থ্যাংকসগিভিংয়ের জন্য জিনিসপত্র কিনছিলাম। এসময় লোকটি আমার ঠিক পাশ দিয়ে বন্দুক নিয়ে ভেতরে ঢোকে এবং গুলি চালাতে থাকে। সঙ্গে সঙ্গে আমি দৌড় দেই। সে অন্তত ১০বার গুলি চালিয়েছিল। আমি যে বেঁচে রয়েছি, এটি আমার সৌভাগ্য।
আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারী ছিল লম্বা, তরুণ ও শেতাঙ্গ পুরুষ । তার সঙ্গে একটি সামরিক ব্যাগ ছিল।
ওয়ালমার্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিভারক্রিক স্টোরে যা হয়েছে, তাতে আমরা মর্মাহত। ঘটনার বিষয়ে আমরা তদন্তকারীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।
পুলিশ জানিয়েছে, এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা পরে প্রকাশ করা হবে।
একুশে সংবাদ/জ.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :