বহুকাল ধরে চলতে থাকা মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ভয়াবহ পরিণতির জন্য মার্কিনিরাই দায়ী বলে মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২১ নভেম্বর) আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকস-এর শীর্ষ সম্মেলনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।
এছাড়াও চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় অসংখ্য নিরীহ ফিলিস্তিনির মৃত্যুতে শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট। বুধবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রসঙ্গত, ব্রিকস ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত ও ফিলিস্তিনে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) একটি ভিডিও সম্মেলনের ডাক দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ সম্মেলনের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠিত ব্রিকস-এর এই বিশেষ শীর্ষ সম্মেলনে মস্কো থেকে ভিডিও লিংকের মাধ্যমে যোগ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসময় তিনি হাজার হাজার মানুষের মৃত্যু, বেসামরিক নাগরিকদের তাদের বাড়িঘর থেকে ব্যাপকভাবে বিতাড়ন সহ গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
প্রেসিডেন্ট পুতিন দিরাষ্ট্রনীতির উপর জোর দিয়ে বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনকে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের সিদ্ধান্তকে নস্যাৎ করার কারণে ফিলিস্তিনিরা অবিচারের শিকার হচ্ছে এবং ইসরায়েল পুরোপুরি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।
৭ অক্টোবর সংঘাত শুরুর পর ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১৪ হাজারের অধিক ফিলিস্তিনি মারা গেছে, এবং আহত হয়েছে অন্তত ৩০ হাজার। আর ফিলিস্তিনে একের পর এক হাসপাতালে হামলাকে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
এদিকে, মঙ্গলবার রাতে কাতারের মধ্যস্থতায় জিম্মি মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে ইসরায়েলের সংসদ। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতা নিয়াহু বলেছেন, বিরতির পর আনার পুরো দমে গাজা উপত্যকায় অভিযান চালাবে ইসরায়েলি বাহিনী
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :