অবৈধ অভিবাসী ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সেনজেন ভুক্ত দেশগুলো তাদের সীমান্তে কড়াকড়ি জারি করেছে। সেনজেন ভুক্ত দেশগুলোর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, দেশগুলো তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বা জননিরাপত্তার দোহাই দিয়ে এ কড়াকড়ি চালু করেছে।
সেনজেন ভুক্ত দেশ গুলোর মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চেক প্রজাতন্ত্রের সঙ্গে অস্ট্রিয়া তাদের সীমান্তে তল্লাশি ও যাচাই-বাছাই জোরদার করেছে। নভেম্বর পর্যন্ত নেওয়া সিদ্ধান্তে দেশটি স্লোভেনিয়া ও হাঙ্গেরির সঙ্গে আগামী বছরের মে পর্যন্ত সীমান্ত নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এ পদক্ষেপের পেছনে অস্ত্র পাচারের হুমকি, ইউক্রেনের যুদ্ধ, চোরাচালানের কথা উল্লেখ করেছে দেশটি।
এর আগে কোপেনহেগেন বিমানবন্দরে কোরআন পোড়ানোর ঘটনায় আগস্ট থেকেই সেনজেন ভুক্ত ও বাইরের যে কোন দেশ থেকে আসা ব্যক্তিদের প্রবেশে নিরাপত্তা আরও কঠোর করেছে। ডেনমার্ক সরকার বলেছে, তারা অভিবাসন বৃদ্ধির প্রতিক্রিয়ার পাশাপাশি সন্ত্রাসবাদ, বিদেশি গোয়েন্দা গুপ্তচরবৃত্তি এবং ইউক্রেনের যুদ্ধের সৃষ্ট হুমকি ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে।
সেপ্টেম্বরে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও সুইজারল্যান্ডের সঙ্গে জার্মানি তার স্থল সীমান্তে নিয়ন্ত্রণ ঘোষণা করেছে। বার্লিন বলেছে, তাদের অভিবাসন বৃদ্ধি ও উচ্চ মাত্রার চোরাচালানের ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে তারা।
এছাড়া, সেনজেন ভুক্ত অন্যান্য দেশগুলোর মধ্যে, ইতালি, নরওয়ে, পোল্যান্ড, সুইডেন, ফ্রান্স সহ প্রায় সকল সেনজেন ভুক্ত দেশ অবৈধ অভিবাসী ও চোরাচালান ঠেকাতে প্রত্যেক দেশ তাদের সিমান্তে নিরাপত্তা জোরদার করেছে।
একুশে সংবাদ/এসআর
আপনার মতামত লিখুন :