পাকিস্তানের করাচিতে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।
শনিবার (২৫ নভেম্বর) করাচির রশিদ মিনহাস রোডের আরজে শপিংমলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর জিও টিভির।
টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, শপিংমলটির দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। পরে দ্রুত ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক কাছাকাছি ভবনগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা হয়। আগুনে অসংখ্য দোকান পুড়ে গেছে। ভবনটিতে শপিংমল ছাড়াও কল সেন্টার এবং সফটওয়্যার অফিস ছিল।
করাচির মেয়র মুর্তজা ওয়াহাব এক্স পোস্টে বলেন, আরজে শপিংমলে অগ্নিকাণ্ডে ১১ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। তিনি জানান, শপিংমলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
ফায়ার ব্রিগেড অফিসের সূত্র অনুযায়ী, আরজে শপিংমলে আটকে পড়া প্রায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের উদ্ধারের জন্য ৮জন ফায়ারকর্মী কাজ করেন।
এদিকে, আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন সিন্ধুর অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী বিচারপতি (অব.) মকবুল বাকি।
জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) একজন মুখপাত্র বলেন, ৯ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এই ঘটনায় গুরুতর দগ্ধ ১৮ বছর বয়সী একজনকে সিএইচকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা
আপনার মতামত লিখুন :