AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫৪ এএম, ৩ ডিসেম্বর, ২০২৩
ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত এক বিজ্ঞানী নিহত হয়েছেন। গাজার আল-ফালুজা শহরে বিমান হামলায় মারা যান তিনি। এ ঘটনায় তার পরিবারের সবাই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি উচ্চ শিক্ষা মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রখ্যাত ওই বিজ্ঞানীর নাম সুফিয়ান তায়েহ। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গাজা শহরের ৩০ কিলোমিটার (১৮ মাইল) উত্তর-পূর্বে আল-ফালুজা শহরে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় বিশিষ্ট ফিলিস্তিনি বিজ্ঞানী সুফিয়ান তায়েহ এবং তার পরিবার নিহত হয়েছে। ফিলিস্তিনি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় শনিবার (২ ডিসেম্বর) বিষয়টির ঘোষণা দিয়েছে।

জানা গেছে, ফিলিস্তিনের ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার প্রেসিডেন্ট ছিলেন বিজ্ঞানী সুফিয়ান তায়েহ। পাশাপাশি তিনি পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের একজন শীর্ষস্থানীয় গবেষক।

এদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলকে বাঙ্কার বিধ্বংসী বোমাসহ অসংখ্য অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। বিএলইউ-১০৯ নামের এই ‘বাঙ্কার বাস্টার’ বোমাগুলো শক্ত কাঠামো ধ্বংস করতে সক্ষম। নাম না প্রকাশের শর্তে মার্কিন সামরিক কর্মকর্তা এক কর্মকর্তা ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এ ধরনের ১০০টি বোমা দিয়েছে। এর আগে এসব বোমা আফগানিস্তানে ব্যবহার করেছিল মার্কিন সেনারা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ওই ঘটনায় এক হাজার ২০০ জন নিহত হওয়ার পর ২৪০ জনকে জিম্মি করে সশস্ত্র সংগঠনটি। তারপর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রথমে আকাশ এবং পরে স্থল অভিযান শুরু করে তারা।

টানা ছয় সপ্তাহ যুদ্ধ চলার পর বন্দী বিনিময় করতে সম্মত হয় উভয় পক্ষ। প্রথমে ৪ দিন এবং পরে দুই দফায় ৩ দিন বাড়িয়ে মোট ৭ দিন সাময়িক যুদ্ধবিরতি দিয়ে বন্দী বিনিময় করে ইসরায়েল ও হামাস। সাময়িক এ যুদ্ধবিরতি শেষে শুক্রবার (১ ডিসেম্বর) থেকে ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধ শুরু হওয়ার পর শনিবার ৪ শতাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী।


একুশে সংবাদ/এএইচবি/এসআর

Link copied!