ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের সামরিক বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তাতে নারীসহ অন্তত ৯ জন শ্রমিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল নাগাদ মহারাষ্ট্রের মধ্যাঞ্চলীয় নাগপুর জেলায় কারখানায় বিস্ফোরণে হতাহতের এই ঘটনা।
ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নারীসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় স্থানীয় বাজারগাঁও এলাকায় অবস্থিত সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার একটি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সামরিক বিস্ফোরক এবং সেই সাথে ভারতের প্রতিরক্ষা খাতের জন্য রকেট প্রোপেল্যান্ট ও ওয়ারহেডও তৈরি করা হয় এই কারখানায়। নিহতদের মধ্যে সবাই ওই কারখানার কর্মী যাদের মধ্যে তিনজন নারী।
একুশে সংবাদ/এএইচবি/জাহা
আপনার মতামত লিখুন :