মানুষই খুব সম্ভবত মহাবিশ্বের একমাত্র বুদ্ধিমান প্রাণী। এলিয়েন নিয়ে নিজের ধারণা জানাতে গিয়ে এ কথা বলেছেন মার্কিন ধনকুবের ও স্পেসএক্স সিইও ইলন মাস্ক।
শনিবার (১৬ ডিসেম্বর) ইতালিতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন মাস্ক। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
অনুষ্ঠানে ইলন মাস্ক আবারও মানব সভ্যতাকে টিকিয়ে রাখার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, মহাবিশ্বে বুদ্ধিমান প্রাণী যে খুবই বিরল একটি বিষয় তা নিয়ে কোনো সন্দেহ নেই। মানুষ প্রায়ই আমাকে প্রশ্ন করেন যে, আমি কি এলিয়েন নিয়ে কিছু জানি কিনা।
কিন্তু আসলে এখন পর্যন্ত আমি এলিয়েন আছে এমন কোনো প্রমাণ পাইনি। খুব সম্ভবত, অন্তত আমরা মহাবিশ্বের যে পাশে রয়েছি, সেখানে আমরাই একমাত্র বুদ্ধিমান প্রাণী। তাই মানুষ হচ্ছে এই বিশাল অন্ধকারের মধ্যে একটি ছোট মোমবাতির মতো। তাই এটিকে টিকিয়ে রাখতে আমাদেরকে অবশ্যই সবকিছু করতে হবে।
একুশে সংবাদ/এএইচবি/জাহা
আপনার মতামত লিখুন :