AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্রে বাড়ছে বাস্তুহারাদের সংখ্যা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৫৫ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৩
যুক্তরাষ্ট্রে বাড়ছে বাস্তুহারাদের সংখ্যা

যুক্তরাষ্ট্রে বাস্তুহারাদের সংখ্যা রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে। দেশটির সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে ২০২৩ সালে বাস্তুহারাদের সংখ্যা ভেঙে ফেলেছে আগের সব রেকর্ডকে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৬ লাখ ৫৩ হাজার ১০০ জন মানুষের থাকার জন্য কোনো স্থায়ী বাসা নেই। গত বছরের চেয়ে যা ৭০ হাজার ৬৫০ জন বেশি।

বিশ্বজুড়েই এই ঘরহারাদের সংখ্যা বাড়ছে। যুক্তরাষ্ট্রের আফ্রিকানদের মধ্যে এটি সবচেয়ে বেশি। দেশটির মোট জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ আফ্রিকান-আমেরিকান। তবে তাদের ৩৭ শতাংশই বাস্তুহারা।

সন্তানসহ অনেক পরিবারও এখন সেখানে মাথার ওপর কোনো ছাদ খুঁজে পাচ্ছে না। গত বছরের চেয়ে এমন পরিবারের সংখ্যা বেড়েছে ১৬ শতাংশ।

পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতি ১০ জনে ছয়জন বাস্তহারা অস্থায়ী আবাসে থাকছেন। বাকি চারজন থাকছেন অবর্ণনীয় কষ্টে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বাস্তুহারা নিউ ইয়র্কে (১ লাখ ২ হাজার ২০০)। এরপর যথাক্রমে ফ্লোরিডা (৩০ হাজার ৭৫৬), ওয়াশিংটন (২৮ হজার ৩৬), টেক্সাস (২৭ হাজার ৩৭৭) এবং ওরেগন (২০ হাজার ১৪২)। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু কারণে যুক্তরাষ্ট্রে বাস্তুহারাদের সংখ্যা বাড়ছে। দারিদ্র, মানসিক স্বাস্থ্য, মাদকাশক্তি এর মধ্যে অন্যতম।


একুশে সংবাদ/এএইচবি/বিএইচ

Link copied!