একশ বছরের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের তামিলনাড়ু রাজ্য। এরই মধ্যে ভারি বৃষ্টিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। আরও দুইদিন ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এতে বন্যা পরিস্থির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এতে এ অঞ্চলের রাস্তাঘাট ও ঘরবাড়ি ডুবে গেছে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পরিস্থিতি বিবেচনায় থিরুনেলভেলি এবং তেনকাসি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। ভারি বৃষ্টি ও বন্যায় ব্যহত হচ্ছে ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্গত এলাকায় জরুরি উদ্ধারকাজ চালাচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা।
এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এসময় দুর্গত এলাকায় জাতীয় বিপর্যয় ঘোষণা এবং দুর্যোগ ত্রাণ তহবিল দেওয়ার আহ্বান জানিয়েছেন এম কে স্ট্যালিন।
এর আগে চলতি মাসের শুরুর দিকে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে তামিলনাড়ুতে ভারি বৃষ্টিপাত হয়। এতে এই রাজ্যে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্যের রাজধানী শহর চেন্নাইয়ের অনেক এলাকা ডুবে যায়। এতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়।
একুশে সংবাদ/এএইচবি/জাহা
আপনার মতামত লিখুন :