ইউক্রেনের হামলায় কৃষ্ণ সাগরে একটি রাশিয়ান যুদ্ধ জাহাজ ধ্বংষ হয়েছে বলে জানিয়েছে মস্কো। জাহাজটি কৃষ্ণ সাগরে অবস্থানকালে ইউক্রেনের হামলার শিকার হয়।
সোমবার (২৫ ডিসেম্বর) রাতে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার ফিওডোসিয়া বন্দরে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসি।
রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ জাহাজ নভোচেকাস্ককে ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ক্রিমিয়ার স্থানীয় প্রশাসন।
এদিকে ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক প্রমাণ না দিয়েই টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, হামলার ফলে রাশিয়ান নৌবাহিনীর একটি বড় জাহাজ ধ্বংস হয়েছে।
দীর্ঘ ২২ মাস ধরে যুদ্ধ করছে রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধে তারা একে অপরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ক্ষতির দাবি করেছে।
এর আগে মঙ্গলবার ক্রিমিয়ার রুশ-স্থাপিত গভর্নর সের্গেই আকসিওনভ বলেছিলেন যে, ইউক্রেনীয় হামলার ফলে শহরের বন্দর এলাকায় আগুন লেগেছিল যা অবিলম্বে নিয়ন্ত্রণ করা হয়।
তিনি জানান, সেখানে সব ধরনের জরুরি বাহিনী উপস্থিত হয় এবং বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :