AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিঃসন্তান নারীর সঙ্গে সহবাসের লোভ দেখিয়ে প্রতারণা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫৬ এএম, ৩১ ডিসেম্বর, ২০২৩
নিঃসন্তান নারীর সঙ্গে সহবাসের লোভ দেখিয়ে প্রতারণা

নিঃসন্তান নারীকে সফলভাবে গর্ভধারণ ঘটাতে পারলে সেই পুরুষকে দেয়া হবে ১৩ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ৯৪ হাজার টাকা)। ‍‍`অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব এজেন্সি‍‍` নামের একটি ভুঁইফোড় প্রতিষ্ঠান আরও ঘোষণা করে এই পুরস্কার পেতে হলে ইচ্ছুক পুরুষকে নামমাত্র ৭৯৯ রুপি জমা দিয়ে নিবন্ধন করতে হবে। পরে তিনি যদি কোনো নিঃসন্তান নারীর সঙ্গে মিলনের মাধ্যমে তাকে সফলভাবে গর্ভধারণ ঘটাতে পারেন সেই ক্ষেত্রে পুরস্কার হিসেবে পাবেন সেই ১৭ লাখ টাকা। ইতোমধ্যে সেই প্রতিষ্ঠানে নিবন্ধনের সুযোগ পেতে ইচ্ছুক পুরুষদের ধুম পড়ে যায়।

এ ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের নাওয়াদা জেলায়। রোববার (৩১ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমনটি উঠে এসেছে।

সেই সঙ্গে নিবন্ধিত পুরুষকে দেখানো হয় একাধিক নিঃসন্তান নারীর ছবি। সেই নারী আকর্ষণীয় ও লাস্যময়ী হলে প্রতিষ্ঠানটি নতুন ফাঁদ ফেলে। ইচ্ছুক পুরুষের কাছ থেকে অতিরিক্ত পাঁচ থেকে ২০ হাজার রুপি দাবি করে। নিরাপত্তাজনিত অগ্রিম হিসেবে এমনটি দাবি করা হয়।

তারা আরও প্রলোভন দেখায়, যদি সফল গর্ভধারণে পুরুষটি ব্যর্থও হন তবে নিরাশ হবার কিছু নেই। তাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে দেয়া হবে কমপক্ষে পাঁচ লাখ রুপি।

প্রতিবেদনে বলা হয়, এই প্রতিষ্ঠানে নিবন্ধিত নারীদের অধিকাংশ বিবাহিত এবং তাদের দাবি তাদের সঙ্গীদের সন্তান উৎপাদনে সক্ষমতা নেই।

এমন একটি নৈতিকতা বিবর্জিত ব্যবসা পরিচালনার অভিযোগে জড়িত আট জনকে শনিবার গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। তবে এই চক্রের মূলহোতা মুন্না কুমার পালিয়ে যান।

 

একুশে সংবাদ/এসআর

Link copied!