নতুন বছরের প্রথমদিনেই জাপানের উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটিতে আঘাত হেনেছে সুনামিও। এবার জানা গেল, দেশটিতে মাত্র ৯০ মিনিটের মধ্যে ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে।
সোমবার (০১ জানুয়ারি) জাপানের আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে। এসব কম্পন ৪ দশমিক শূন্য মাত্রা বা এর চেয়ে শক্তিশালী ছিল।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, জাপান সাগরের পশ্চিম উপকূলের কিছু এলাকায় ইতিমধ্যে প্রায় ১ মিটার (৩ ফুট) উচ্চতার সুনামি হয়েছে। আরও বেশি উচ্চতার ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হায়াশি ইয়োশিমাসা এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, তারা এখনো ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করেননি। সম্ভাব্য আফটার শকের (ভূমিকম্প–পরবর্তী কম্পন) জন্য স্থানীয় মানুষকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
জাপান তীব্র ভূমিকম্প-প্রবণ দেশ। ২০১১ সালে এক শক্তিশালী ভূমিকম্প ও এরপর আঘাত হানা সুনামি ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে বিপর্যয় ঘটায়।
ওই সুনামিতে প্রায় সাড়ে ১৮ হাজার মানুষের প্রাণহানি হয়।
একুশে সংবাদ/স.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :