AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চীনে কয়লা খনিতে আগুন, নিহত ১০, নিখোঁজ ৬


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫৫ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৪
চীনে কয়লা খনিতে আগুন, নিহত ১০, নিখোঁজ ৬

চীনের পিংডিংশান শহরের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬ জন।

শনিবার (১৩ জানুয়ারি) স্থানীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত থাকবে ও শহরজুড়ে নিরাপত্তা অভিযান চলবে।  

দুর্ঘটনার সময় খণিতে মোট ৪২৫ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার ( ১২ জানুয়ারি) দুপুর ২টা ৫৫ মিনিটে কয়লা ও গ্যাস বিস্ফোরণের কারণে দুর্ঘটনাটি ঘটে। এটি পিংডিংশান শহরের তিয়ানান কোম্পানির মালিকানাধীন একটি খনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে শহরের জরুরি ব্যবস্থাপনা ব্যুরো।

চীনের শীর্ষ কয়লা উৎপাদনকারী অঞ্চল শানঝিতে দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা তদারকি বাড়ানোর সিদ্ধান্ত নেয় চীনের সরকার। এরপরই হঠাৎ করে দাম বেড়ে যায় কয়লার।

সম্প্রতি চীনে কয়লা খনিগুলোতে নিরাপত্তা বাড়ানো হলেও প্রায়ই খনি দুর্ঘটনার ঘটনা ঘটছে। ২০২২ সালে ১৬৮টি খনি দুর্ঘটনায় ২৪৫ জন মানুষ মারা গেছেন। গতমাসে হেইলংজিয়ান প্রদেশের উত্তর-পূবাঞ্চলের জিক্সি শহরে দুর্ঘটনায় প্রায় ১২ জন নিহত হন। একই প্রদেশে আরেকটি খনি ধসের ঘটনায় ১১ জন ও সেপ্টেম্বরে দক্ষিণ-পশ্চিমের গুইজু প্রদেশে খনি দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!