AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউক্রেন সীমান্তে রুশ বিমান বিধ্বস্ত, নিহত ৬৫ (ভিডিও)


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৪৭ পিএম, ২৪ জানুয়ারি, ২০২৪
ইউক্রেন সীমান্তে রুশ বিমান বিধ্বস্ত, নিহত ৬৫ (ভিডিও)

ফাইল ফটো

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার ইলিউশিন ইল-৭৬ সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে  ৬৫ জন যাত্রী ছিলেন। যাদের সবার মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে বিমানটি মাটিতে আছড়ে পড়ে।  খবর রয়টার্সের। 

রিয়া নভোস্তি নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানে থাকা ব্যক্তিদের মধ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বন্দী সদস্যও রয়েছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, তিনি একটি "ঘটনা" সম্পর্কে অবগত ছিলেন তবে আর কোনও বিবরণ দেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় ১১টার দিকে বেলগোরদের উত্তর-পূর্বে ৭০ কিলোমিটার দূরে ইয়াবলোনোভো গ্রামের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

এ বিষয়ে বেলগোরদের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, ‘তিনি দুর্ঘটনার বিষয়ে জানেন’। তবে তিনি এ নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।

অন্যদিকে, ইউক্রেনের জেনারেল স্টাফের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদপত্র  ইউক্রেনস্কা প্রাভদা জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র ছিল। তবে এতে যুদ্ধবন্দিদের কথা উল্লেখ ছিল না।

রিয়া নভোস্তির তথ্যানুসারে, ইউক্রেনীয় বন্দিদের বিনিময়ের জন্য বেলগোরদে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও তারা বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

অন্যদিকে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ক্রেমলিন দুর্ঘটনার বিষয়ে অবগত আছে। তবে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।


একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!