AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রিকসে যোগ দিলো সৌদি–ইরান, আর্জেন্টিনার ‘না’


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৮:৫৪ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৪
ব্রিকসে যোগ দিলো সৌদি–ইরান, আর্জেন্টিনার ‘না’

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিশর ও ইথিওপিয়া। তবে ব্রিকসে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে আর্জেন্টিনা। এই দেশটিরও জোটে যোগ দেওয়ার কথা ছিল।

বুধবার (১ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত বছর আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকসের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জোটের সম্প্রসারণের অংশ হিসেবে সৌদি আরব, আর্জেন্টিনাসহ ৬ দেশকে যোগদানের আমন্ত্রণ জানানো হয়।

বুধবার সৌদি আরবসহ ৫টি দেশ জোটে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। সদস্য দেশগুলো জানায়, এই পদক্ষেপ বিশ্বব্যবস্থার রদবদলে সহায়তা করবে। ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত এই জোটে যোগদানে আগ্রহী আরও ৩৪টি দেশ।

২০৫০ সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গঠিত এই জোটের লক্ষ্য- বিশ্বশান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সহযোগিতা। এ ছাড়া মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় ব্রিকস।

 

একুশে সংবাদ/ন.আ.প্র/জাহা

Link copied!