AB Bank
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেনিয়ার ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ২, আহত ১৬৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৩২ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৪
কেনিয়ার ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ২, আহত ১৬৫

কেনিয়ার রাজধানী নাইরোবির একটি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৫ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জানুয়ারি)মধ্যরাতের ঠিক আগে এই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে সরকারের মুখপাত্র আইজ্যাক মাউরা বলেছেন, শহরটির এমবাকাসি এলাকার একটি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় একটি সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ ঘটে। এতে ওই রিফিলিং কোম্পানির একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।


এই ঘটনায় অন্তত দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এমবাকাসিতে পুলিশের কমান্ডার ইনচার্জ ওয়েসলি কিমোতো। তাদের মৃত্যুর বিষয়টি শুক্রবার ভোর সাড়ে চারটায় নিশ্চিত করা হয়। স্থানীয় সংবাদমাধ্যম স্ট্যান্ডার্ড তাদের এক্স অ্যাকাউন্টে এই তথ্য প্রকাশ করেছেন।


ওই সংবাদ মাধ্যমটি নাইরোবির পুলিশ কমান্ডার অ্যাডাম্পসন বাংগিকে উদ্ধৃত করে জানিয়েছে, এই ঘটনায় আরও অন্তত ১৬৫ জন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, আগুন বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে ছড়িয়ে পড়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ইতোমধ্যেই সেখানে উদ্ধারকাজ শুরু হয়েছে। জনসাধারণকে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!