AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানে প্রার্থীদের নির্বাচনী অফিস ও ভোটকেন্দ্রে গ্রেনেড হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১৬ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
পাকিস্তানে প্রার্থীদের নির্বাচনী অফিস ও ভোটকেন্দ্রে গ্রেনেড হামলা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রার্থীদের নির্বাচনী অফিস ও ভোটকেন্দ্রকে লক্ষ্য করে অন্তত ৯টি গ্রেনেড হামলা চালানো হয়েছে। খবর দ্য ডনের।

নির্বাচনের মাত্র দুদিন আগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রদেশটির রাজধানী কোয়েটা ও মাক্রান জেলায় এসব হামলা চালানো হয়।

পুলিশ জানায়, কোয়েটার উপকণ্ঠে অবস্থিত কিলি আহমেদজাইয়ের একটি সরকারি স্কুলে কয়েকজন মোটরসাইকেল আরোহী হাতবোমা নিক্ষেপ করেছে। স্কুলটি একটি ভোটকেন্দ্র ছিল। বোমাটি স্কুলের আঙিনায় বিস্ফোরিত হয় এবং জানালার কাঁচ ভেঙে যায়।

দেশটির আইন প্রয়োগকারী সংস্থা জানায়, তারা পাসনির বাগ বাজার সরকারি স্কুলের কাছেও একটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে। বোমা বিশেষজ্ঞ দল পরে সেটি নিষ্ক্রিয় করেছে।

এদিকে, কেচ জেলার হোশাব এলাকায় ন্যাশনাল ডাটাবেস এবং রেজিস্ট্রেশন অথরিটি অফিসের একটি অফিসেও গ্রেনেড হামলা হয়েছে। তবে এতে জানালার ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়াও আওয়ারান জেলায় বিএনপি-মেঙ্গলের জাতীয় পরিষদের প্রার্থী মীর মোহাম্মদ ইয়াকুবের বাসভবনে গ্রেনেড হামলা এবং বুলেদায় পিএমএল-এন প্রার্থী মীর মোহাম্মদ আসলাম বুলেদির বাড়িতে গ্রেনেড হামলা হয়েছে।

অন্যদিকে, পাঞ্জগুর শহরে ন্যাশনাল পার্টির নেতা আবদুল কাদির সাজদির বাড়ি এবং একজন স্বতন্ত্র প্রার্থী ডা. নূর বালুচের বাড়ি লক্ষ্য করে দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে দুই নেতাই বর্তমানে অক্ষত আছেন। এছাড়াও পিপিপির প্রার্থী আগা গুলের বাড়িতেও গ্রেনেড হামলা হয়েছে।

এছাড়া কেচ জেলার  টুম্প এলাকায় একটি নিরাপত্তা বাহিনীর ফাঁড়িতে হামলার ইঙ্গিত পাওয়া গেছে। সেখানে পিআরজি-৭ প্রজেক্টাইল ছোড়া হয়। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।  

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

 

Link copied!