যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বন্দুক হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও পাঁচ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (১৭ মার্চ) সকালে কেনেডি রিক্রিয়েশন সেন্টারের কাছে এই ঘটনা ঘটে। হামলায় নিহত অ্যান্টনি ব্রাউনের বাড়ি ওয়াশিংটন ডিসিতে এবং জ্যা লুকসের বাড়ি বাল্টিমোরে।
মেট্রোপলিটন পুলিশের নির্বাহী সহকারী প্রধান জেফরি ক্যারল গণমাধ্যমকে বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।
এ ছাড়া পুলিশ এখনো হামলাকারীদের শনাক্ত করতে পারেনি। তবে ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে তথ্য দিয়ে সহায়তাকারীকে ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ।
জেফরি ক্যারল বলেন, এই ঘটনা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা জানানোর অনুরোধ রইলো। প্রত্যক্ষদর্শীকে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ করছি।
একুশে সংবাদ/আর.টি/এনএস
আপনার মতামত লিখুন :