পাকিস্তানে পেট্রোলের দাম বাড়ানোর গুঞ্জন চলছে। দেশটিতে ব্যাপক মূল্যস্ফীতির মধ্যে এ ধরনের গুঞ্জন জনমনে অসন্তোষ তৈরি করতে পারে। পাকিস্তানের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ক্রুড জ্বালানির দাম বাড়ার কারণে তার সাথে সমন্বয় করে পাকিস্তানে পেট্রোলের দাম একলাফে লিটারপ্রতি ১০ রুপি করে বাড়তে পারে। খবর জিও নিউজের
পাকিস্তানে বর্তমানে এক লিটার জ্বালানি তেলের দাম ২৭৯ রুপি। নতুন দাম কার্যকর হলে জ্বালানি তেলের দাম বেড়ে দাঁড়াবে ২৮৯ রুপিতে।
এদিকে দেশটিতে হাই স্পিড ডিজেলের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। প্রতিলিটারে ১.৩০ রুপি করে কমানো হবে। বর্তমানে পাকিস্তানে এক লিটার হাই স্পিড ডিজেলের দাম ২৮৫.৮৬ রুপি।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে পাকিস্তানে স্থানীয়ভাবে পেট্রোলে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। গত দুই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৯৫ ডলার করে। যা মার্চের প্রথম সপ্তাহে ব্যারেল প্রতি ছিল ৯০ ডলার।
পাকিস্তানের কেন্দ্রীয় সরকার রোববার (৩১ মার্চ) পেট্রোলের নতুন দাম নির্ধারণ করবে। যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :