AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মহাকাশযান তৈরির জন্য ৩ কোম্পানির সঙ্গে নাসার চুক্তি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৫৬ পিএম, ৪ এপ্রিল, ২০২৪
মহাকাশযান তৈরির জন্য ৩ কোম্পানির সঙ্গে নাসার চুক্তি

পাঁচ দশকের বেশি সময় পর চাঁদে মানুষ পাঠাতে মহাকাশযান (লুনার টেরেন ভিয়েকল) তৈরির জন্য তিনটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

বুধবার (৩ এপ্রিল) নাসা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ৩ কোম্পানির সঙ্গে ৪৬০ কোটি ডলার মূল্যের চুক্তি করেছে তারা।

এই ৩ কোম্পানি হলো— টেক্সাসভিত্তিক ইনশুইটিভ মেশিনস, কলোরাডোভিত্তিক লুনার আউটপোস্ট এবং ক্যালিফোর্নিয়াভিত্তিক ভেঞ্চুরি অ্যাস্ট্রোল্যাব।

২০২৯ সালে চাঁদে নভোচারী পাঠাবে যুক্তরাষ্ট্র। আর্টেমিস ৫ নামের ওই অভিযানের আগে মহাকাশযানের পরীক্ষা চালানো হবে। তিনটি কোম্পানি থেকে যেকোনো একটির নকশা বেছে নেওয়ার পরিকল্পনা করছে নাসা।

হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারের পরিচালক ভানেসা উইচে এক বিবৃতিতে বলেন, আমরা আর্টেমিস প্রজন্মের চন্দ্রযান তৈরির চেষ্টা করছি, যেন চাঁদ সম্পর্কে আমাদের জানার পরিসর বাড়াতে এগুলো সহায়ক হতে পারে।’

তাঁর আশা, এই যান চন্দ্রপৃষ্ঠে মহাকাশচারীদের অনুসন্ধান ও বৈজ্ঞানিক কার্যক্রম চালানোর সক্ষমতা অনেক বাড়াবে।

নাসার এক্সপ্লোরেশন সিস্টেমস ডেভেলপমেন্ট মিশন ডিরেক্টরেটের প্রধান অনুসন্ধান বিজ্ঞানী জ্যাকব ব্লিচার বলেন, ‘মহাকাশচারীরা যেসব জায়গায় পায়ে হেঁটে যেতে পারবেন না, সেখানে এ মহাকাশযান নিয়ে যাবে। এতে আমাদের আবিষ্কারের সক্ষমতা বাড়ছে এবং আমরা নতুন বৈজ্ঞানিক আবিষ্কারে সক্ষম হচ্ছি।’

এ অভিযানের নাম দেওয়া হয়েছে দ্য আর্টেমিস মিশন। এ অভিযানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো চাঁদে মানুষ পাঠাতে পারবে যুক্তরাষ্ট্র। এর আগে ১৯৭২ সালে প্রথমবারের মতো অ্যাপোলো ১৭ যানে করে চাঁদে নভোচারী পাঠিয়েছিল দেশটি।

 

একুশে সংবাদ/ঢ.য়.প্র/জাহা

 

Link copied!