অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে আল শিফা হাসপাতাল থেকে লাশের দুর্গন্ধ বের হচ্ছে। বুধবার (১০ এপ্রিল) হাসপাতালের এই পরিস্থিতির বিষয়ে জানিয়েছেন গাজা ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পরিচালক মোতাসেম সালাহ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মোতাসেম সালাহ বলেন, আল শিফা হাসপাতালের দৃশ্য অসহনীয় হয়ে উঠেছে। সব জায়গা থেকে লাশের গন্ধ বের হচ্ছে। বালি ও ধ্বংসাবশেষ থেকে পচা মৃতদেহ বের করছেন উদ্ধারকারীরা।
ফিলিস্তিনি এক নারী মাহা সুইলেম বলেন, তার স্বামী ডক্টর আবদেল আজিজ কালিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী । তাকে খুজেঁ পাচ্ছেন না তিনি। তার স্বামী মারা গেছেন নাকি বেঁচে আছেন তাও জানেন না তিনি।
তিনি বলেন, গত মাসে হাসপাতালটি ঘিরে ফেলেছিল ইসরায়েলি সেনাবাহিনী। তারপর মাইকিং করে সবাইকে আত্মসমর্পণ করতে বলে ইসরায়েলি সেনারা।
মাহা সুইলেম আরও বলেন, হাসপাতালের সব পথ বন্ধ করে দিয়েছিল ইসরায়েলি বাহিনী। কাউকে নড়াচড়া করতে দেয়নি। সেখানে খাবার পানি ছাড়া চার দিন ছিলাম। আমার ছোট ছোট দুইটি মেয়ে ক্ষুধার জ্বালায় কান্না করছিল।
একুশে সংবাদ/বা.ট্রি ./এসএডি
আপনার মতামত লিখুন :