ইসরাইলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি ‘সব পক্ষকে সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন।
রোববার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
গুতেরেস বলেন, আমি সব পক্ষকে সর্বোচ্চ শান্ত থাকার আহ্বান জানাই। এমন কোনো পদক্ষেপ যেন না নেয়া হয় যাতে একাধিক ফ্রন্টে সামরিক সংঘর্ষের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে অশান্তি শুরু হয়।
‘আমি বারবার জোর দিয়ে বলছি যে, এই অঞ্চল বা বিশ্বের কেউই আরেকটি যুদ্ধ মেনে নিতে পারবে না,’ বলেন তিনি।
এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় বলেছেন, ‘আমরা জয়ী হব।`
এছাড়া দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ তার দেশের বাহিনীর প্রশংসা করে বলেছেন যে, ‘ভালো শক্তি অশুভ শক্তিকে’ পরাস্ত করবে।
শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলে প্রথমবারের মতো সরাসরি ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান।
ইরানের এই হামলার উপযুক্ত জবাব দেয়ার ঘোষণা দিয়েছে ইসরাইল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :