লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ৪ সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে রাতে বিস্ফোরণ ঘটলে এই চার সেনা আহত হন। এ তথ্য জানিয়েছে ইসরায়েল।
হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সেনারা লেবাননের ভূখণ্ডে প্রবেশের পর তাদের যোদ্ধারা বোমার বিস্ফোরণ ঘটায়। তবে সেনাদের লেবাননে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেনি ইসরায়েলের সেনবাহিনী।
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময়ে লেবানন-ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টা হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেই কেবল হামলা থামাবে তারা।
একুশে সংবাদ/প্র.আ/ এসএডি
আপনার মতামত লিখুন :