পোষা কুকুরের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে ভারতের হরিয়ানায় ১২ বছরের কিশোরী আত্মহত্যা করেছে। কিশোরীর মা তার থাকার ঘর থেকে ঝুলন্ত অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করে।
রোববার (২৮ এপ্রিল) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৭ এপ্রিল) হরিয়ানায় এই ঘটনা ঘটে।
পরিবার সূত্রে তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলেন, কয়েকদিন আগে কিশোরীর পোষা কুকুর মারা যায়। তারপর থেকে মেয়েটি অত্যন্ত চিন্তিত বলে মনে হয়েছে। নিয়মিত খাবার গ্রহণেও অস্বীকৃত জানাত।
কিশোরীর মা বলেন, গতকাল সন্ধ্যায় কিছু কেনাকাটার প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হয়। বের হওয়ার কিছুক্ষণ পর প্রতিবেশীরা তাকে ফোন দিয়ে জানান, তার মেয়ে আত্মহত্যা করেছে। পরে তিনি দ্রুত বাসায় ফিরে রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
একুশে সংবাদ/চ.আ/সা.আ
আপনার মতামত লিখুন :