হামাসকে ইসরায়েলের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সৌদি রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সভায় সোমবার ২৯ এপ্রিল এমন আহ্বান জানান তিনি।
ওই প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়টি আলোকপাত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
হামাসকে যুদ্ধবিরতি বিষয়ক একটি প্রতিক্রিয়া পাঠিয়েছিল ইসরায়েল। সেই প্রতিক্রিয়ার উত্তর জানাতে সোমবার কায়রোতে কাতারি এবং মিসরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের আলোচকরা সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছিলো।
ব্লিঙ্কেন আরো বলেন, ‘হামাসের সামনে ইসরায়েলের পক্ষ থেকে একটি অসাধারণ ও উদার প্রস্তাব রয়েছে।’
তিনি বলেন, ‘গাজাবাসী ও যুদ্ধবিরতির মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র বাধা হলো হামাস। তাদের সিদ্ধান্ত নিতে হবে এবং তা দ্রুতই নিতে হবে।’
৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। ইসরায়েলের তথ্য মতে, ওই হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এসময় মোট ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান সশস্ত্র যোদ্ধারা। অন্যদিকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৪ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
একুশে সংবাদ/বা.ট্রি/ এসএডি
আপনার মতামত লিখুন :