AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হংকংয়ে চৌদ্দ ঘণ্টায় ১০ হাজার বজ্রপাত!


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:১২ পিএম, ১ মে, ২০২৪
হংকংয়ে চৌদ্দ ঘণ্টায় ১০ হাজার বজ্রপাত!

হংকংয়ে এক রাতে প্রায় ১০ হাজার বজ্রপাত আঘাত হেনেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত থেকে বুধবার (১ মে) সকাল পর্যন্ত এসব বজ্রপাত আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টা থেকে শুরু করে এক ঘণ্টায় পাঁচ হাজার ৯১৪টি বজ্রপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া, বুধবার সকাল ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ৯ হাজার ৪৩৭টি বজ্রপাত রেকর্ড করা হয়। এসব বজ্রপাতের বেশিরভাগই হংকংয়ের নিউ টেরিটরি পূর্ব অঞ্চলে আঘাত হেনেছে।

এদিকে, বজ্রপাতের কারণে হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটও বিলম্ব হয়। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, বজ্র ঝড়ে বাঁশের তৈরি একটি ক্যান্টোনিজ অপেরা থিয়েটারে বিধ্বস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই অঞ্চলে এপ্রিল মাসে উচ্চ আর্দ্রতা থাকে, যা বর্ষা মৌসুম পর্যন্ত অগ্রসর হয়। তাই আকস্মিক বৃষ্টিপাতের জন্য প্রস্তুত থাকেন বাসিন্দারা।

বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/স.ট.প্র/জাহা

Link copied!