AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তার অভিযোগ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:২২ পিএম, ৫ মে, ২০২৪
মাদক খাইয়ে অস্ট্রেলিয়ার নারী এমপিকে যৌন হেনস্তার অভিযোগ

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সংসদ সদস্য ব্রিটানি লউগা অভিযোগ করেছেন, তাকে মাদক খাইয়ে যৌন হয়রানি করা হয়েছে। এ অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত করছে।


সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি এক সন্ধ্যায় একটি পার্টিতে গিয়েছিলেন ব্রিটানি। সেখানে নিজের অজান্তে তাকে মাদক সেবন করানো হয়। ঘটনাটি ঘটেছে তার নির্বাচনী এলাকা ইয়েপ্পুনে।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ৩৭ বছর বয়সী এই সাংসদ গত ২৮ এপ্রিল প্রথমে পুলিশের কাছে এবং পরে হাসপাতালে যান। অস্ট্রেলিয়ান পুলিশ এ ঘটনায় একটি তদন্ত শুরু করেছে।

ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ব্রিটানি লউগা বলেন, হাসপাতালে পরীক্ষায় আমার দেহে মাদক পাওয়া গেছে যেটি আমি গ্রহণ করিনি। এই মাদক আমার দেহে মারাত্মক প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, এটি ঠিক নয়। এ ধরনের হেনস্তা ছাড়া আমাদের সমাজের সঙ্গে মেলামেশার সুযোগ থাকতে হবে।

ব্রিটানি লাউগা প্রায় এক দশক ধরে সংসদে রয়েছেন এবং ২০১৫ সালে কেপেলের আসনে প্রথম নির্বাচিত হন। কুইন্সল্যান্ডের আবাসনমন্ত্রী মেগান স্ক্যানলন এ ঘটনা জানার পর বিস্ময় প্রকাশ করেছেন। এটিকে ‘জঘন্য’ এবং ‘ভয়ঙ্কর’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ব্রিটানি একজন সহকর্মী, একজন বন্ধু এবং কুইন্সল্যান্ড সংসদের একজন সদস্য। তার সম্পর্কে এগুলো পড়া খুবই স্মিয়কর।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!