অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় শহর পার্থে ১৬ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ওই কিশোর এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করার পর তাকে গুলি করা হয়। শনিবার (৪ মে) রাতে সুবারবান ইউলিটন হার্ডওয়ার স্টোরের পার্কিংয়ে এ ঘটনা ঘটে। রোববার (০৫ মে) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
পশ্চিম অস্ট্রেলিয়ান প্রিমিয়াম রজার কুক সংবাদিকদের বলেন, ওই কিশোর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে পুলিশের দিকে এগিয়ে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়।
গত ১৫ এপ্রিল একটি গির্জায় এক ধর্মযাজককে ছুরিকাঘাত করা হয়। পুলিশ এবং অস্ট্রেলিয়ার নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও দেশটিতে ছুরিকাঘাতের ঘটনা ঘটল।
স্থানীয় সময় রাত ১০টার দিকে পুলিশের কাছে একটি জরুরি কল আসে। এতে ওই কিশোরের সহিংসতার কথা জানানো হয়। এদিকে ওই কিশোরের ছুরিকাঘাতে আহত ব্যক্তির শেষ পরিণতি কী হয়েছে সে সম্পর্কে জানা যায়নি।
দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, সর্বশেষ ছুরিকাঘাতের ঘটনা তাকে অভিহিত করা হয়েছে।
একুশে সংবাদ/চ.ট/সা.আ
আপনার মতামত লিখুন :