ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের একটি রেস্তোরাঁয় শনিবার (১১ মে) ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত এবং আটজন আহত হয়েছে। অঞ্চলটির রুশ সমর্থিত প্রশাসনের প্রধান টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন বলে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ডেনিস পুশিলিন বলেন, দোনেৎস্কের কিরভ জেলার প্যারাডাইস রেস্তোরাঁয় সরাসরি হামলার ফলে তিনজন বেসামরিক লোক নিহত হয়েছেন।একজন নারী, যিনি রেস্তোরাঁয় কাজ করতেন এবং দুজন গ্রাহক। বর্তমানে আমরা আটজন আহতের কথা জানি। তিনি জানান, আহতদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ। তাদের আঘাতগুলো সামান্য থেকে মাঝারি গুরুতর।
পুশিলিন বলেছেন, মার্কিন এইচআইএমএআরএস নির্ভুল রকেট লঞ্চারগুলো দিয়ে দুটি হামলা হয়। যা রেস্তোরাঁয় আঘাত করে এবং কাছাকাছি একটি আংশিক নির্মিত ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে বিস্ফোরণের পর আংশিক ধ্বংস হওয়া ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। এ ছাড়া রুশ গণমাধ্যম রিয়া নভোস্তি একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে তদন্তকারী কমিটিকে ঘটনাস্থলে কাজ করতে এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করতে দেখা যায়।
ভিডিওতে আরো দেখা যায়, রেস্তোরাঁর সম্মুখভাগটি আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। বিস্ফোরণের জেরে টেবিল ও চেয়ারগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং ভেতরের দেয়ালগুলোতে গর্ত তৈরি হয়েছে।
একুশে সংবাদ/কা.ক/সা.আ
আপনার মতামত লিখুন :