পূর্ব ইন্দোনেশিয়ার মাউন্ট ইবু আগ্নেয়গিরি থেকে লাভা ছড়াতে শুরু করেছে। পাঁচ কিলোমিটারেরও বেশি উঁচুতে ছড়িয়ে পড়েছে এর ছাই। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভি’র।
সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপের আকাশে ছাই উড়তে দেখা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১৩ মে) লাভা উদগিরণ শুরু করে মাউন্ট ইবু। এর ছাই আগ্নেয়গিরির সর্বোচ্চ চূড়া থেকে পাঁচ কিলোমিটারেরও বেশি উঁচুতে ছড়িয়ে পড়েছে। এটি সাম্প্রতিক মাসগুলোর সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতগুলোর মধ্যে একটি।
ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব এজেন্সির প্রধান মুহাম্মদ ওয়াফিদ সোমবার এক বিবৃতিতে বলেছেন, ‘ধূসর-কালো ছাই দ্রুততার সঙ্গে পশ্চিম দিকে ছড়িয়ে পড়েছে।’ এছাড়াও আগ্নেয়গিরির ছাইয়ের হাত থেকে রক্ষা পেতে আশপাশের বাসিন্দাদের বাইরে যাওয়ার সময় মাস্ক ও চশমা পরার আহ্বান জানিয়েছেন তিনি।
ইবু ইন্দোনেশিয়ার অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি। গত বছর এটি ২১ হাজার বারের বেশি লাভা উদগিরণ করেছে। ভূতত্ত্ব এজেন্সির কর্মকর্তা সোফিয়ান প্রিমুলিয়ানা বলেন, ইবু ২০২৩ সালে প্রতিদিন গড়ে ৫৮টি অগ্ন্যুৎপাতের রেকর্ড করেছে।
গত মাসে, উত্তর সুলাওয়েসি প্রদেশের মাউন্ট রুয়াং অর্ধ ডজনেরও বেশিবার অগ্ন্যুৎপাত করেছে। যার ফলে নিকটবর্তী দ্বীপের হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। এটি এখন ‘সর্বোচ্চ সতর্কতা’র পর্যায়ে রয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :