পরিবহন ফি বাস্তবায়ন করার আগেই তা সরকারকে জানাতে হবে- এমন নতুন আইনের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশটির একাধিক বড় বিমান পরিবহন সংস্থা।
মামলা করা বিমান সংস্থাগুলো হলো- আমেরিকান এয়ারলাইন্স, ডেলটা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, জেটব্লু এয়ারলাইন্স, হাওয়াইয়ান এয়ারলাইন্স এবং আলাস্কা এয়ারলাইন্স।
গত শুক্রবার ইউএস ফিফথ সার্কিট আদালতে যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয়ের বিরুদ্ধে এই মামলা দায়ের করে।
মার্কিন পরিবহন মন্ত্রণালয় গত মাসে একটি নতুন আইন জারি করে। এই আইন অনুসারে, বিমান পরিবহন সংস্থা ও টিকিটিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলো তাদের ভাড়া নির্ধারণের ক্ষেত্রে আগেই সব ধরনের তথ্য উন্মুক্ত রাখতে হবে। যাতে ভোক্তারা ভাড়া সংক্রান্ত বিষয়ে কোনো অযাচিত ভোগান্তিতে না পড়েন এবং তাদের গোপন কোনো চার্জ বা মাশুল না গুনতে হয়।
সূত্র: রয়টার্স
একুশে সংবাদ/ এসএডি
আপনার মতামত লিখুন :